top of page

STUDENT LIFE

দিনিলিপিঃ ভোরে ঘুম থেকে উঠে মহান সৃষ্টিকর্তার প্রশংসা সেরে পি. টি. ও শরীর চর্চার প্র আহার গ্রহন, পঠন-পাঠন, কোচিং ইত্যাদি অ্যাকাডেমির দিনিলিপির মধ্যে যা আছে, তাকে যত্ন সহকারে ও আন্তরিকতার সাথে মান্য করা।
নামাজঃ নামাজ আদায় ইসলামের একটি অবশ্য পালনীয় কাজ। আত্মশুদ্ধি, রুচিশীল ও পরধর্ম সহিষ্ণু করে গড়ে তোলার ক্ষেত্রে আবশ্যিকভাবে জামাতের সাথে নামাজ পড়া এবং নৈতিকতা ও মূল্যবোধের স্বপক্ষে ইমান প্রতিষ্ঠা করার লক্ষ্যে অবিচল থাকা।
শিক্ষাঃ কেবল সার্টিফিকেট বা ডিগ্রি লাভ শিক্ষার উদ্দেশ্য নয়। আল্লাহতায়ালার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে দ্বীনই শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে আমাদের জ্ঞানভাণ্ডারকে পূর্ণকরে আধুনিক শিক্ষায় পিছিয়ে থাকা মুসলিম সমাজকে গাঢ় অন্ধকার থেকে টেনে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করাই আমাদের চরম লক্ষ্য।
শরীর চর্চাঃ শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও বৌদ্ধিক বিকাশ সাধনের অঙ্গ হিসাবে দৈনন্দিন শরীর চর্চা অর্থাৎ পি. টি., যোগাব্যায়ম ও খেলাধুলার ব্যবস্থা আছে।
কম্পিউটার শিক্ষাঃ কম্পিউটার আধুনিক যুগের এক অভিনব সংযোজন। সেই জন্য প্রতিটি শিক্ষার্থীর কম্পিউটার শিক্ষা আবশ্যিক বলে মনে করি। অ্যাকাডেমি প্রথম থেকেই এই শিক্ষার প্রতি গুরুত্ব দেয়।
bottom of page