-
top of page

       আল মদিনা অ্যাকাডেমি 

                         কৃতজ্ঞতা স্বীকার (Acknowledhement fo Gratitude) 
 
গত ছয় বছর ধরে আমাদের এই উচ্চমানের আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের ক্ষেত্রে আগামী দিনের সুনাগরিক গড়ে তোলার জন্য আপনার প্রানপ্রিয় সন্তান-সন্ততিটিকে এখানে ভর্তি করে এবং অ্যাকাডেমির নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি ক্রয়ের ক্ষেত্রে ও গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিয়ে যারা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পতাকা শিল্প গোষ্ঠীর কর্নাধার তথা জি. ডি. চ্যারিটেবিল সোসাইটির সম্পাদক জনাব আলহাজ মোস্তাক হোসেন সাহেবের সাহায্য ও সহযোগিতা অতুলনীয়। এজন্য আমরা সকলেই জি. ডি. চ্যারিটেবিল সোসাইটির কাছে চির কৃতজ্ঞ।
        আপনি যেভাবে সাহায্য করতে পারেন (The Way You Can Help)
 
* ধর্মীয় দান, জাকাত, ফিতরা, সাদকা এবং কোরবানির পশুর চামড়া বিক্রয়ের নগদ অর্থ, পূর্ণমূল্য বা আংশিক মূল্য দান করে।
* এতিম ও দুঃস্থ অথচ মেধাবি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করে।
* সহায় সম্বলহীন মেধাবি ছাত্র-ছাত্রীর সাড়া বছরের সম্পূর্ণ বা আংশিক খরচ বহন করে। 
* লিখিত বা মৌখিক ভাবে আপনার মূল্যবান পরামর্শ প্রদান সহ পরম করুণাময় আল্লাহতায়ালার নিকট আল মদিনা অ্যাকাডেমির জন্য ক্রমোন্নয়নের দোয়া চেয়ে।
* সহায় সম্বলহীন ছাত্র-ছাত্রীদের প্রয়োজনমত বই, খাতা, লিখিবার সামগ্রি এবং পরিধেয় কাপড়, জুতো, মোজা ইত্যাদি দান করে। 
* মিশনের স্থান ক্রয়ের জন্য ১ (এক) শতক জায়গার মূল্য ১২৫০০/- (বারো হাজার পাঁচশত) টাকা ও গৃহ নির্মাণের জন্য অর্থদান করিলে, দাতার নাম মিশনের দেওয়ালে খোদাই করা থাকিবে।
* এবাদত খানা নির্মাণ করা হবে, আপনাদের সাহায্য কামনা করি।
   অ্যাকাডেমিতে সাহায্য পাঠানোর ঠিকানা (Address for Helping Academy)

AL-MADINA MISSION TRUST
STATE BANK OF INDIA
KESHPUR BRANCH
A/C NO: 35214231084

IFSC CODE : SBIN0014094

BRANCH CODE: 14094

12A ও 18G এর

 

TAX-এ ছাড় পাবেন 

FOR MORE INFORMATION


Sk Abdul Khalek
Treasurer, Al Madina Academy 
Paschim Medinipur,721150
Phone No: 9775550531

bottom of page