
ADMISSIONS
Welcome to Al Madina Academy
আমাদের সংস্থা মনে করে শিক্ষা একটি আন্দোলন। কেবলমাত্র কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেই এই আন্দোলন সঠিকভাবে বিকশিত হবে না। প্রয়োজন শিক্ষা সচেতনতা গড়ে তোলা। বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া অংশের ছেলেমেয়েদের শিক্ষার আঙ্গিনায় তুলে আনা। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন মিশনারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী বাছাই করা। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলি থেকে খুব কম সংখ্যক ছেলে মেয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। কারন উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে মেধায় টিকতে পারে না। সে কারনে আগামী দিনে আমাদের লক্ষ্য আরও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম অধ্যুষিত এলাকায় গড়ে তোলা এবং দরিদ্র ও পিছিয়ে পড়া অংশকে অগ্রাধিকার দেওয়া।
Sincerely,
Sk Abdul Khalek
Head of Admissions

To request more information:
Contact the Admissions Office
Mon-Fri 8am - 4pm
Phone No: 7908478390
email: almadinaacademy14@gmail.com